ফয়েজ আহমেদ হৃদয়
মদন প্রতিনিধি : পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে নেত্রকোনার মদনে বুধবার উপজেলা স্বাস্থ্য কমম্পেক্স হল রুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উগ্যোগে প্রেস ব্রিফিং ও এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আব্দুল করিম ভু্ঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ,ইউএনও মোঃ ওয়ালীউল হাসান, সহকারি পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ আল আমীন তালুকদার, যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন প্রমূখ। প্রেস ব্রিফিং এ জানানো হয় ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের কার্যক্রম চলবে।