নেত্রকোনা জেলা সংবাদদাতা : ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কালো পতাকা মিছিল নেত্রকোনায় তীব্র পুলিশী বাঁধায় পন্ড হয়ে গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, জেলা বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে জেলা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে কালো পতাকা মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। তিনি ব্যারিষ্টার কায়সার কামালের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও শুক্রবার ভোর রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীর বাসভবনে পুলিশী তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।