নেত্রকোনার পূর্বধলায় গত মঙ্গলবার রাতে মফিদুল ইসলাম ওরফে রোমান (২৮) নামে এক যুবককে আটক করেছে আর্মস পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) মুক্তাগাছা। সে পূর্বধলা উপজেলার নারায়নডহর গ্রামের আলী আমজাদের ছেলে। পুলিশ সূত্রে জানাযায়, রোমান ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নারায়নডহর বাজারের পশ্চিম পাশে পাকা রাস্তার সানরাইজ কিন্ডারগার্টেনের সামনে অপেক্ষারত অবস্থায় তাকে ২৮০পিস ইয়াবাসহ আটক করা হয়। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, রোমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।