Message: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/dailyiqranews/public_html/system/core/Exceptions.php:272)
Message: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/dailyiqranews/public_html/system/core/Exceptions.php:272)
পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি, আজ শুক্রবার পূর্বধলায় মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেরর্ যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রালী শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে, পূর্বধলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অভিরঞ্জন দেব,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমামহাসান, আওয়ামীলীগ নেতা, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইউনুছআলী মন্ডল। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডারআব্দুর রব তালুকদারের সঞ্চালনায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, সাবেকউপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণসম্পাদক মোতাহার হোসেন বকুল, , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকঅধ্যক্ষ গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম তাং, আব্দুল মজিদ প্রমুখ।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে নেত্রকোনার পূর্বধলা উপজেলা শত্রম্নমুক্ত হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার যৌথ আক্রমনে পাক হানাদার বাহিনী ৮ ডিসেম্বর রাতে পূর্বধলা থেকে পালিয়ে যায়। পর দিন ৯ ডিসেম্বর সকালে আবারও হানাদার বাহিনী জারিয়া-ময়মনসিংহ রেলপথে ট্রেনযোগে গৌরীপুর থেকে পূর্বধলায় প্রবেশ করতে চাইলে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমন ও প্রতিরোধের মুখে তারা পিছু হঠতে বাধ্য হয়। এসময় পাক সৈন্যরা পূর্বধলা উপজেলার পাবই রেল সেতুটি মাইন বিষ্ফোরনে ধবংস করে যায়। ওই দিন নেত্রকোনার বিভিন্ন স্থানে আটকে পড়া পাক সৈন্যরা পরাজয়ের গানি নিয়ে পালিয়ে যাওয়ার পথে উপজেলার শ্যামগঞ্জ পশ্চিম বাজারের মুক্তিযোদ্ধা সুধীর বড়ুয়াকে হত্যা করে। পূর্বধলার ওই যুদ্ধই একাত্তরের রণাঙ্গনে নেত্রকোনা জেলার শেষ যুদ্ধ।