Message: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/dailyiqranews/public_html/system/core/Exceptions.php:272)
Message: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/dailyiqranews/public_html/system/core/Exceptions.php:272)
মদন (নেতকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে বাশঁরী গ্রামে ১১ মার্চ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা স্থলে রতনের মৃত্যু হলে এ নিয়ে ৮ জনকে আসামী করে রতনের ছোট ভাই মানিক মিয়া মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুরুতেই ঘটনাটি রহস্য জনক থাকায় ধীরগতিতে চলে মামলার কার্যক্রম। ময়না তদন্তের প্রতিবেদন মদন থানায় আসলে মৃত্যুর জট খোলে। রতন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঘটনার শুরুতেই বিবাদী পক্ষ রতন অসুস্থ,প্যারালাইসিস, অচল ব্যাক্তি বলে দাবী করে আসছিল। তবে বাদী পক্ষের দাবী ছিল রতন ইটের ঢিলে নিহত হয়। মদন থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, রতন মিয়ার ময়নাতদন্তের হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে রির্পোট পাওয়া গেছে। তবে মামলাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহফুজুল হক মামলার তদন্ত তদারকি শেষে যে নির্দেশ দেবেন সে মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।