পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রাম পল্লী বিদুৎ তায়নের আওতায় এসেছে। গত মঙ্গলবার বিকেলে বিদুৎ তায়নের শুভ উদ্বোধন করেন, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)। প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে ৩ দশমিক ৫ কি.মি. বিদুৎ লাইনের সংযোগ দেওয়া হয়েছে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সেচ সুবিধা সৃষ্টিতে প্রথম পর্যায়ে ১৩৫ জন গ্রাহকে বিদু্যৎ সংযোগের আওতায় আনা হয়েছে। এ উপলক্ষে নাটেরকোনা গ্রামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলী মন্ডলের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা শহিদুল আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পল্লী বিদু্যৎ সমিতির দুর্গাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মকবুল হোসেন চৌধুরী, পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চিত্রা খানম, ইউপি চেয়ারম্যান মাজেদা খাতুন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ঘাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান তারা মিয়া, আওয়ামী লীগ নেতা মাসুদ আলম টিপু, মোখলেছুর রহমান হাসান, নেত্রকোনা জেলা যুবলীগের সদস্য মাহাবুবুল আলম বুলবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান পাঠান শওকত, যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন, ইসলাম উদ্দিন শান্তি, মনিরুল ইসলাম বিপুল, হাসান তারেক, ছাত্রলীগ নেতা জগন্নাত ঘোষ পলি প্রমুখ।