Message: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/dailyiqranews/public_html/system/core/Exceptions.php:272)
Message: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/dailyiqranews/public_html/system/core/Exceptions.php:272)
ইকরা ডেক্স: নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের ইক্রা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রিয়াজ মিয়া (১৬) গতকাল বুধবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সে উপজেলার কৈলাটি নয়াপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিয়াজ দরিদ্র পরিবারের সন্তান। বিদ্যালয় গ্রীষ্মের ছুটি থাকায় লেখাপড়ার খরচ ও কিছু বাড়তি উপার্জনের আশায় ময়মনসিংহে ফাইলিং কোম্পানিতে কাজ করতে যায়। গতকাল সকালে সে কাজ করা সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে সে মারা যায়। রিয়াজ মিয়ার মৃত্যুতে তার স্কুলের সহপাঠি ও শিক্ষক/কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ইক্রা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুজ্জামান গভীর শোক প্রকাশ করে বলেন, রিয়াজের মৃত্যুতে আগামী কাল বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষনা করে ১দিনের শোক পালনের ঘোষনা করেন।