Message: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/dailyiqranews/public_html/system/core/Exceptions.php:272)
Message: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/dailyiqranews/public_html/system/core/Exceptions.php:272)
মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার আওয়ামীলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অভিযান উদ্বোধন করা হয়। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে নেত্রকোনার-৪ আসনের এমপি রেবেকা মমিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সদস্যপদ নবায়নের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। এসময় আওয়ামীলীগ নেতা জেলা পরিষদ সদস্য একেএম সাইফুল ইসলাম হান্নান, নারী নেত্রী আয়েশা আক্তার, এমপির এপিএস তোফায়েল আহমেদ,ইউএনও মোঃ ওয়ালীউল হাসান, ওসি মোঃ শওকত আলীসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সদস্য সংগ্রহ অভিযানে রেবেকা মমিন বলেন, সকল হিংসা হানাহানী ভূলে ঐক্যবদ্ধ ভাবে নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান বাস্থবায়নে সকলকে আহ্বান জানান। এছাড়া ওই দিন তিনি জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের একাডেমী ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।