পূর্বধলায় অসহায়দের পাশে শিক্ষার্থীরা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:করোনা ভাইরাসের কারণে কর্মহীন দু:স্থ মানুষের পাশের দাঁড়িয়েছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৌদাম গ্রামের কয়েকজন শিক্ষার্থী। আজ মঙ্গল বার তারা ২০ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে।
উপজেলার মৌদাম গ্রামের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী দূরন্ত স্পোটিং ক্লাব নামে একটি সংগঠন করেছে। চলমান করোনা পরিস্থিতিতে এই সংগঠনের উদ্যোগে তারা আজ মৌদাম গ্রামের ২০ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছে।
তারা জানায়, তাদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ সহায়তা দেয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আজহারুল ইসলাম জাহাঙ্গীর, হারুন অর রশিদ, রুবেল হোসেন, মনোয়ার হোসেন মামুন, রুহুল আমীন ফকির, জুবায়ের হোসেন, আরিফুল হাসান প্রমূখ।